যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মবার্ষিকীতে আগামী বছর কেনসিনটন রাজপ্রাসাদের বাগানে তার মূর্তি স্থাপন করা হবে। মৃত্যুর আগে এই প্রাসাদেই বসবাস করতেন তিনি।
শনিবার (২৮ আগস্ট) তার দুই পুত্র প্রিন্স হ্যারি ও প্রিন্স চার্লসের এক যৌথ বিবৃতিতে এই মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়। মায়ের ২৩তম মৃত্যুবার্ষিকীর আগের দিনে দেওয়া বিরল এই বিবৃতিতে বলা হয়, এই মূর্তি প্রাসাদ পরিদর্শনে আসা দর্শণার্থীদের কাছে তাদের মায়ের জীবন ও উত্তরাধিকারকে প্রতিফলিত করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রিন্সেস ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকীতে ২০১৭ সালে প্রথম তার মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়। নির্মাণ কাজ শুরু হলেও করোনাভাইরাসের মহামারিতে তা বিলম্বিত হয়। ফলে সেটি উন্মোচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জুলাই। নির্মাণ শুরুর সময়ই রাজপ্রাসাদের সূত্র জানায় প্রিন্স হ্যারি ও উইলিয়াম এমন কিছু একটা করতে যা দীর্ঘকাল টিকে থাকবে।
মা প্রিন্সেস ডায়ানা যখন মারা যান তখন প্রিন্স উইলিয়াম ও হ্যারি ছিলেন নেহাতই বালক। কিন্তু বর্তমানে প্রাপ্তবয়স্ক এই দুই রাজপুত্র মাকে সম্মান জানানোর সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এনিয়ে কার্যকর এবং ফলপ্রসু সিদ্ধান্ত নিতে প্রায় ২০ বছর সময় নিয়েছেন তারা। লন্ডনে নিজেদের সরকারি বাড়র বাগানে মায়ের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ওই মূর্তি স্থাপনের জন্য গঠন করা হয় একটি বিশেষ কমিটি। এতে দুই ভাইয়ের সঙ্গে ছিলেন ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককোরকুয়োডোল। এছাড়া অপর তিনজনকেও এই কমিটিতে রাখা হয়। মূর্তি স্থাপনের পক্ষে মত রয়েছে রানি এলিজাবেথেরও।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত