কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সদ্য প্রত্যাহারকৃত সভাপতি এ্যাড : শরীফ উদ্দিন রিমনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে মামলা হয়েছে । মামলার ধারা: দন্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ তারিখ : ৩/৯/২০২০ ।
মামলার বাদী ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: শাসুল আলম মামলার আরজিতে উল্লেখ করেন ২০১৫ সালে ওই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার জন্য কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন তাকে চাকরি দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। এ্যাড. রিমন টাকা নিয়ে কুষ্টিয়ায় পুনাক রেষ্টুরেন্টে আসতে বললে বাদী ১৭/৭/২০১৫ তারিখ এই মামলার স্বাক্ষি এসএম বিদ্যুৎ ও আ.মালেককে সাথে নিয়ে দুপুরে উপস্থিত হন এবং আসামীকে পুরা ৫ লক্ষ টাকা প্রদান করেন।
২৩/৩/২০১৬ সকালে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাদী পরীক্ষায় অংশ গ্রহন করেন কিন্তু তাকে অধ্যক্ষ পদে নিয়োগ না দিয়ে অন্য একজনকে ওই পদে নিয়োগ দেন। বাদীর ধারনা মোটা অংকের টাকা নিয়ে তাকে নিয়োগ দেয়া হয়েছে । বাদীর নিয়োগ না হলে দুই স্বাক্ষি এ্যাড. শরীফ উদ্দিন রিমনের কাছে টাকা ফেরৎ চায় । তখন আসামী সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় তার নিজ নামীয় একাউন্ট নং ৩৪০০৪৭৫৯ এর ৫ লক্ষ টাকার একটি চেক ২ নং স্বাক্ষিকে প্রদান করেন। কিন্তু উক্ত টাকা উত্তোলন করতে গেলে বাদী জানতে পারেন ওই হিসেবে কোন টাকা নেই । এ কথা এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে জানালে তিনি হুমকি দিয়ে বলেন টাকা চাইলে কলেজ থেকে তোমাকে সাসপেন্ড করে দেব।
এর কিছু দিন পর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ১০/৮/২০২০ এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে গভর্নিং বডির সভাপতির পদ থেকে অব্যহতি প্রদান করেন।
১৪/৮/২০২০ তারিখে বাদী স্বাক্ষিদের সাথে নিয়ে আসামীর গ্রামের বাড়িতে যেয়ে ঘুষের টাকা ফেরৎ চাইলে টাকা না দিয়ে বাদীর জীবন নাশের হুমকি দেন । এ ব্যাপারে এ্যাড. শরীফ উদ্দিন রিমনের বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মামলা টি পরিচালনা করছেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. আব্দুল বারী । এর আগে এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দু’টি মামলা দায়ের করা হয় । মামলা নং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪/২৫/২৯/৩১/৩৫ এবং ২, দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭০/৪৭১/৩৮৬/৫০৬ ধারা ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















