যশোরের সীমান্ত এলাকা বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা ১১ টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজাসহ ৩ জন অস্ত্র চোরাকারবারী আটক করেছে বিশেষ টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৫ সেপ্টেম্বর রঘুনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার সিগন্যাল
মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত অভিযান চলাকালে টহল দল দেখতে পায় মেইন পিলার ২১/৬ এস হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২নং ঘিবা নামক স্থান দিয়ে ০৩ জন অজ্ঞাত ব্যক্তি বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। উক্ত ব্যক্তিদ্বয় টহল দলের নিয়ন্ত্রনের মধ্যে আসলে টহল দল কর্তৃক তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহল দল কর্তৃক বর্ণিত ব্যক্তিদ্বয়কে বস্তাসহ আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থলে উক্ত বস্তা তল্লাশী করে ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজা আটক করা হয়। আটককৃতরা হচ্ছে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজুবারের ছেলে সাজজুল (৩০) একই থানার সর্বাঙ্গহুদা গ্রামের মৃত সাবেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩৫),।
উল্লেখ্য ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত অস্ত্র গোলাবারুদ ভারতের বনগাঁর বাসিন্দাদের। এরা হচ্ছে কোরবান আলী এবং লাল্টু মিয়া (৩২) উভয়েগ্রাম-ভিড়া, -ছয়ঘড়িয়া থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত এর নিকট হতে সংগ্রহ করে বেনাপোলের নারায়নপুরের মাদক সম্রাট বাদশা মল্লিক (৫০)।
আটককৃত অস্ত্র, গোলাবারূদসহ মাদকদ্রব্যের মূল্য বার লক্ষ আঠার হাজার টাকা। আটককৃত অস্ত্র, গোলাবারূদ এবং মাদকদ্রব্যসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















