ভোলার চরফ্যাশন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের কালিবাড়ি রোডে শুক্রবার রাত সাড়ে দশটায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দৈনিক সময়ের চিত্র’র পত্রিকার সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা এ.আর.এম মামুন(৩৯) ও দৈনিক প্রথম সকাল পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি শাহ কামালের উপর সন্ত্রাসীরা হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
এ.আর.এম মামুন জানান, শুক্রবার রাত সাড়ে দশটায় তিনি ও শাহ কামাল পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন । পৌরসভার কালিবাড়ি রোডে পৌছলে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু সহ ১০/১২ জন সন্ত্রাসী তার ও শাহ কামালের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এসময় সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়াকে বিষয়টি অবহিত করেন।
তিনি আরো জানান, পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরেই তাদের উপর এ হত্যা চেষ্টা চলানো হয়েছে।
স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















