স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকে সভাপতি এবং উপপরিচালক/সহকারী পরিচালককে সদস্য সচিব করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ পরিদর্শনে সাত সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব বদরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশে করোনা মহামারির কারণে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের একাডেমিক অনুমোদন নবায়নসহ অন্যান্য বিষয়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এর ৪.২ ধারায় বর্ণিত কমিটি নির্দেশক্রমে সাত সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে রয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ফ্যাকাল্টি অব মেডিসিন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/অধ্যাপক পদমর্যাদার প্রতিনিধি সদস্য, বেসিক সায়েন্সের একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সায়েন্সের একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপক, বিএমঅ্যান্ড ডিসির সভাপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি (উপসচিব/সিনিয়র সহকারী সচিব), এছাড়া উপপরিচালক/সহকারী পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, ঢাকা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এছাড়া মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, অতিরিক্ত মহাপরিচালক/পরিচালকদের মধ্য হতে পরিদর্শন কমিটির সভাপতি মনোনয়ন দিবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার




















