০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সূচকের সাথে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৪ কোটি ২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১২৯টির দর বেড়েছে, কমেছে ১০৩টির। আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

বিজনেস বাংলাদেশ / শেখ

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

সূচকের সাথে বেড়েছে লেনদেন

প্রকাশিত : ০৪:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৪ কোটি ২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১২৯টির দর বেড়েছে, কমেছে ১০৩টির। আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

বিজনেস বাংলাদেশ / শেখ