০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

চকরিয়ায় আনাছ হত্যা মামলার চার্জসীটে নারাজি বাদীর, পূণ:তদন্তে পিবিআই

আনাছ ইব্রাহীম

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহীম হত্যাকান্ডের মামলায় থানা পুলিশের দেয়া চার্জসীটের বিরুদ্ধে নারাজির আবেদন করেছে বাদী। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে পিবিআই পুলিশকে পূণ:তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিপূর্বে ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহীম হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে চকরিয়া পৌরশহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চকরিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পরিবার ও ছাত্রলীগ নেতারা দাবী তুলেছিলেন, দ্রæত সময়ে ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহিম হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে। খুনিরা যত বড় শক্তিশালী হউক কেন, তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। নিহত আনাছ ইব্রাহীম চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের হাফেজ নেছার উদ্দিনের ছেলে।
আনাছ ইব্রাহিম হত্যাকান্ডে তার পিতা হাফেজ নেছার আহমদ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখপূর্বক ১২ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা (নং জিআর ২৬০/২০১৯) দায়ের করেন। তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজ নামের এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আরো ২জনসহ ৩জন আসামী গ্রেফতার হয়। হত্যা মামলায় অন্যান্য আসামীরা হলো, সোয়াইবুর রহমান রুবেল (২৮), সোহেল রানা (২৬), বাবু (২২), সালাহউদ্দিন (২৪) ও ইসমাইল (২৫)। তারা সকলেই চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের পালাকাটা ও কাসেম মাষ্টারপাড়ার বাসিন্দা।
নিহতের পিতা হাফেজ নেছার আহমদ জানান, তিনি আশঙ্খা প্রকাশ করে আসছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গোপন আতাতের মাধ্যমে নানা কৌশল অবলম্বন করে মামলার চার্জসীট থেকে ১ ও ২নং আসামীকে রক্ষা করার। অদৃশ্য কোন শক্তির নির্দেশনায় মামলার চার্জসীটে ঠিক সেই কাজই করেছেন তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মাসুদ। তিনি ১নং আসামীকে দায়সারা গোচরভাবে রেখে ২নং আসামী মো: সোহেলকে মামলার চার্জসীট থেকে বাদ দিয়েছেন। যা হত্যাকান্ডের সঠিক বিচার থেকে বঞ্চিত হওয়ার সামিল। তাই বিজ্ঞ আদালতের কাছে চার্জসীটের বিরুদ্ধে নারাজির আবেদন করেছি।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট এএইচ শহিদুল্লাহ বলেন, আনাছ ইব্রাহিম হত্যা মামলার চার্জসীট বিজ্ঞ আদালতে জমা দিয়েছেন খবর পেয়ে মামলার বাদী গত ৬ সেপ্টেম্বর’২০ইং চার্জসীটের বিরুদ্ধে নারাজিসহ নিরপেক্ষ পূণ:তদন্তের আবেদন দাখিল করেন। বিজ্ঞ হাকিম রাজীব কুমার দেব এর আদালত বাদীর আবেদন আমলে নিয়ে আগামী ২ ডিসেম্বর’২০ইং তারিখের মধ্যে পূণ:তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৫মে রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরশহরের ওয়েষ্টার্ন প্লাজায় ঈদের কেনাকাটা করতে সোয়াইফুর রহমান রুবেল ও সোহেল রানার নেতৃত্বে ১০-১২জন সন্ত্রাসী ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহিমকে ক্ষুর দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। ওই সময় আনাছ ইব্রাহীমের পেটের ভূঁড়ি বের হয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ‘আনাছ ইব্রাহিম হত্যাকান্ডের বিষয়ে নিহতের পিতা হাফেজ নেছার আহমদ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬জন দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রিয়াজের স্বীকারোক্তি মতে খুনিদের চিহ্নিতও করে পুলিশ। মামলায় স্বাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল মাসুদ আদালতে চার্জসীট দাখিল করেছেন। শুনেছি বিজ্ঞ আদালতে বাদী নারাজির আবেদন করেছেন এবং আদালত তা পূণ:তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চকরিয়ায় আনাছ হত্যা মামলার চার্জসীটে নারাজি বাদীর, পূণ:তদন্তে পিবিআই

প্রকাশিত : ০৮:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহীম হত্যাকান্ডের মামলায় থানা পুলিশের দেয়া চার্জসীটের বিরুদ্ধে নারাজির আবেদন করেছে বাদী। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে পিবিআই পুলিশকে পূণ:তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিপূর্বে ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহীম হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে চকরিয়া পৌরশহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চকরিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পরিবার ও ছাত্রলীগ নেতারা দাবী তুলেছিলেন, দ্রæত সময়ে ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহিম হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে। খুনিরা যত বড় শক্তিশালী হউক কেন, তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। নিহত আনাছ ইব্রাহীম চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের হাফেজ নেছার উদ্দিনের ছেলে।
আনাছ ইব্রাহিম হত্যাকান্ডে তার পিতা হাফেজ নেছার আহমদ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখপূর্বক ১২ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা (নং জিআর ২৬০/২০১৯) দায়ের করেন। তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজ নামের এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আরো ২জনসহ ৩জন আসামী গ্রেফতার হয়। হত্যা মামলায় অন্যান্য আসামীরা হলো, সোয়াইবুর রহমান রুবেল (২৮), সোহেল রানা (২৬), বাবু (২২), সালাহউদ্দিন (২৪) ও ইসমাইল (২৫)। তারা সকলেই চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের পালাকাটা ও কাসেম মাষ্টারপাড়ার বাসিন্দা।
নিহতের পিতা হাফেজ নেছার আহমদ জানান, তিনি আশঙ্খা প্রকাশ করে আসছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গোপন আতাতের মাধ্যমে নানা কৌশল অবলম্বন করে মামলার চার্জসীট থেকে ১ ও ২নং আসামীকে রক্ষা করার। অদৃশ্য কোন শক্তির নির্দেশনায় মামলার চার্জসীটে ঠিক সেই কাজই করেছেন তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মাসুদ। তিনি ১নং আসামীকে দায়সারা গোচরভাবে রেখে ২নং আসামী মো: সোহেলকে মামলার চার্জসীট থেকে বাদ দিয়েছেন। যা হত্যাকান্ডের সঠিক বিচার থেকে বঞ্চিত হওয়ার সামিল। তাই বিজ্ঞ আদালতের কাছে চার্জসীটের বিরুদ্ধে নারাজির আবেদন করেছি।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট এএইচ শহিদুল্লাহ বলেন, আনাছ ইব্রাহিম হত্যা মামলার চার্জসীট বিজ্ঞ আদালতে জমা দিয়েছেন খবর পেয়ে মামলার বাদী গত ৬ সেপ্টেম্বর’২০ইং চার্জসীটের বিরুদ্ধে নারাজিসহ নিরপেক্ষ পূণ:তদন্তের আবেদন দাখিল করেন। বিজ্ঞ হাকিম রাজীব কুমার দেব এর আদালত বাদীর আবেদন আমলে নিয়ে আগামী ২ ডিসেম্বর’২০ইং তারিখের মধ্যে পূণ:তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৫মে রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরশহরের ওয়েষ্টার্ন প্লাজায় ঈদের কেনাকাটা করতে সোয়াইফুর রহমান রুবেল ও সোহেল রানার নেতৃত্বে ১০-১২জন সন্ত্রাসী ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহিমকে ক্ষুর দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। ওই সময় আনাছ ইব্রাহীমের পেটের ভূঁড়ি বের হয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ‘আনাছ ইব্রাহিম হত্যাকান্ডের বিষয়ে নিহতের পিতা হাফেজ নেছার আহমদ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬জন দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রিয়াজের স্বীকারোক্তি মতে খুনিদের চিহ্নিতও করে পুলিশ। মামলায় স্বাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল মাসুদ আদালতে চার্জসীট দাখিল করেছেন। শুনেছি বিজ্ঞ আদালতে বাদী নারাজির আবেদন করেছেন এবং আদালত তা পূণ:তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ