০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দুদকের মামলায় চট্টগ্রামে প্রদীপ

আসামি ওসি প্রদীপ কুমার দাস

মেজর (অব.)সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেল সুপার মোক্কামেল হোসেন। তিনি বলেন, দুদকের করা মামলায় হাজিরা দিতে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তায় প্রদীপকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। হাজিরা শেষে তাকে আবার কক্সবাজার কারাগারে নিয়ে আসা হবে।

এর আগে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার পর থেকে প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, এ পর্যন্ত মেজর (অব.) সিনহা নিহতের ঘটনার পর ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ, সাংবাদিক নির্যাতনের দায়ে ও দুর্নীতির অভিযোগে মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

দুদকের মামলায় চট্টগ্রামে প্রদীপ

প্রকাশিত : ০৫:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

মেজর (অব.)সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেল সুপার মোক্কামেল হোসেন। তিনি বলেন, দুদকের করা মামলায় হাজিরা দিতে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তায় প্রদীপকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। হাজিরা শেষে তাকে আবার কক্সবাজার কারাগারে নিয়ে আসা হবে।

এর আগে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার পর থেকে প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, এ পর্যন্ত মেজর (অব.) সিনহা নিহতের ঘটনার পর ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ, সাংবাদিক নির্যাতনের দায়ে ও দুর্নীতির অভিযোগে মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ