কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়ায় দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি উপজেলা সাহারবিল, বিএমচর ও হারবাং এলাকায় রেললাইন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ¦ জাফর আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও ওসি মো. হাবিবুর রহমানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ২০২২ সালের মধ্যে কক্সবাজারে রেল যাবে। রেল যোগাযোগ স্থাপিত হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। এতে পর্যটন শিল্পসহ সার্বিক বিষয়ে উন্নতি ও যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ