অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ দুপুরে বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং এলাকার পেন্না পাড়ায় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশী করে ১৪,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
উক্ত অভিযানে ইয়াবা ব্যবসার সাথে জড়িত মোঃ সোনা মিয়া (৩৫) পিতা আলী আকবর এবং মোঃ আমিন (২১) পিতা মৃত হাবিবুর রহমান নামক দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ২৩,১২৫/০০ এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দৃকত ইয়াবা, ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং আটককৃত ইয়াবা ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















