০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আরো একটি মার্কিন বিমান ভূপাতিত করল ভেনিজুয়েলা

ভূপাতিত মার্কিন বিমান

ভেনিজুয়েলার সামরিক বাহিনী আমেরিকার আরো একটি মাদকবাহী বিমান ভূপাতিত করেছে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তোর রেভেরোল একথা জানিয়েছেন। এর আগে গত জুলাই মাসে ভেনিজুয়েলার সামরিক কমান্ড আমেরিকার একটি মাদকবাহী বিমান ভূপাতিত করার কথা ঘোষণা করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী রেভেরোল টুইটারে দেয়া পোস্টে জানান, ভূপাতিত বিমানটি আমেরিকায় রেজিস্ট্রেশেন করা এবং সেটি মাদক চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছিল। বিমানটি জুলিয়া প্রদেশ হয়ে ভেনিজুয়েলার আকাশে বেআইনিভাবে প্রবেশ করে। তবে বিমানটি শণাক্ত করার পর ভেনিজুয়েলার সামরিক বাহিনী সমস্ত নিয়ম-কানুন মেনেই বিমানটি ভূপাতিত করে।

রেভেরোল বলেন, “আমরা স্থায়ীভাবে সতর্কাবস্থায় আছি, আমাদের আকাশ সবসময় পর্যবেক্ষণে রাখছি যাতে বলম্বিয়া থেকে অবৈধভাবে মাদক চোরাচালানের জন্য আমাদের আকাশসীমা ব্যবহৃত হতে না পারে।” কলম্বিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ।

এর আগে গত ৮ জুলাই ভেনিজুয়েলার সামরিক বাহিনী জঙ্গিবিমানের সাহায্যে আমেরিকার একটি মাদকবাহী বিমান ধ্বংস করে।

বিজনেস বাংলাদেশ/এসএম

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

আরো একটি মার্কিন বিমান ভূপাতিত করল ভেনিজুয়েলা

প্রকাশিত : ০৭:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

ভেনিজুয়েলার সামরিক বাহিনী আমেরিকার আরো একটি মাদকবাহী বিমান ভূপাতিত করেছে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তোর রেভেরোল একথা জানিয়েছেন। এর আগে গত জুলাই মাসে ভেনিজুয়েলার সামরিক কমান্ড আমেরিকার একটি মাদকবাহী বিমান ভূপাতিত করার কথা ঘোষণা করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী রেভেরোল টুইটারে দেয়া পোস্টে জানান, ভূপাতিত বিমানটি আমেরিকায় রেজিস্ট্রেশেন করা এবং সেটি মাদক চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছিল। বিমানটি জুলিয়া প্রদেশ হয়ে ভেনিজুয়েলার আকাশে বেআইনিভাবে প্রবেশ করে। তবে বিমানটি শণাক্ত করার পর ভেনিজুয়েলার সামরিক বাহিনী সমস্ত নিয়ম-কানুন মেনেই বিমানটি ভূপাতিত করে।

রেভেরোল বলেন, “আমরা স্থায়ীভাবে সতর্কাবস্থায় আছি, আমাদের আকাশ সবসময় পর্যবেক্ষণে রাখছি যাতে বলম্বিয়া থেকে অবৈধভাবে মাদক চোরাচালানের জন্য আমাদের আকাশসীমা ব্যবহৃত হতে না পারে।” কলম্বিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ।

এর আগে গত ৮ জুলাই ভেনিজুয়েলার সামরিক বাহিনী জঙ্গিবিমানের সাহায্যে আমেরিকার একটি মাদকবাহী বিমান ধ্বংস করে।

বিজনেস বাংলাদেশ/এসএম