মুন্সীগঞ্জে ৮ কেজি গাঁজা সহ আমিনুল ইসলাম বাবুল মুন্সী ৬১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল সদর উপজেলার মুক্তারপুরে মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিচুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে মিরকাদিম এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৮কেজি গাজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩০হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















