০২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

আজ সৃজিতের জন্মদিন, জয়ার শুভেচ্ছা

সৃজিত মুখার্জি ও জয়া আহসান। ফাইল ছবি

আজ ২৩ সেপ্টেম্বর, সৃজিত মুখার্জির ৪৩তম জন্মদিন। দিনটিতে দুই বাংলার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাও। তাদের তালিকায় আছেন জয়া আহসানও।

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরিচালক সৃজিতের সঙ্গে তোলা একটি ছবি আজ বুধবার সকালে নিজ ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান জয়া।

পোস্টে তিনি লেখেন, ‘রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি। শুভ জন্মদিন, সৃজিত।’

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবার সৃজিত মুখার্জির ছবি ‘রাজকাহিনি’তে কাজ করেন জয়া। সেই ছবিতে জয়ার চরিত্রের নাম ছিল রুবিনা। এরপর ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ ছবিতে জয়ার চরিত্রের নাম ছিল মৃন্ময়ী দেবী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

নির্বাচন ঘিরে এআই ও ড্রোনসহ বিভিন্ন বিষয়ে ইসির কর্মপরিকল্পনা

আজ সৃজিতের জন্মদিন, জয়ার শুভেচ্ছা

প্রকাশিত : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

আজ ২৩ সেপ্টেম্বর, সৃজিত মুখার্জির ৪৩তম জন্মদিন। দিনটিতে দুই বাংলার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাও। তাদের তালিকায় আছেন জয়া আহসানও।

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরিচালক সৃজিতের সঙ্গে তোলা একটি ছবি আজ বুধবার সকালে নিজ ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান জয়া।

পোস্টে তিনি লেখেন, ‘রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি। শুভ জন্মদিন, সৃজিত।’

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবার সৃজিত মুখার্জির ছবি ‘রাজকাহিনি’তে কাজ করেন জয়া। সেই ছবিতে জয়ার চরিত্রের নাম ছিল রুবিনা। এরপর ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ ছবিতে জয়ার চরিত্রের নাম ছিল মৃন্ময়ী দেবী।

বিজনেস বাংলাদেশ/ এ আর