০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

‘জামাই নাম্বার ওয়ান’ জাহিদ হাসান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • 130

নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী নাবিলা ইসলাম সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘জামাই নাম্বার ওয়ান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন মো. ওমর ফারুক।

নাটকের গল্পে দেখা যাবে, মানিক স্মার্ট বুদ্ধিমান এবং খুব মেধাবী। একবার তার সাথে যে কথা বলবে সেই তার ভক্ত হয়ে যাবে। তার কথার মারপ্যাঁচে ফেলে অনেক জটিল ও কঠিন সমস্যা সমাধান করে ফেলে। মানিক সব দিক থেকেই একেবারে হান্ডেড পার্সেন্ট পারফেক্ট।

মানিক মাহিকে খুব পছন্দ করে। মাহি ভার্সিটি যেতে-আসতে সব সময় তাকে সকালে একবার বিকালে একবার প্রপোজ করে, যতবারই মাহিকে মানিক প্রপোজ করে মাহি ততবারই বিরক্ত হয়ে মানিককে না বলে দেয়। কারণ মানিকের বয়স মাহির চেয়ে অনেক বেশি। এভাবেই নাটকের গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

জাহিদ হাসান ও নাবিলা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শেলী আহসান, এস কে রতন, অনামিকা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

‘জামাই নাম্বার ওয়ান’ জাহিদ হাসান

প্রকাশিত : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী নাবিলা ইসলাম সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘জামাই নাম্বার ওয়ান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন মো. ওমর ফারুক।

নাটকের গল্পে দেখা যাবে, মানিক স্মার্ট বুদ্ধিমান এবং খুব মেধাবী। একবার তার সাথে যে কথা বলবে সেই তার ভক্ত হয়ে যাবে। তার কথার মারপ্যাঁচে ফেলে অনেক জটিল ও কঠিন সমস্যা সমাধান করে ফেলে। মানিক সব দিক থেকেই একেবারে হান্ডেড পার্সেন্ট পারফেক্ট।

মানিক মাহিকে খুব পছন্দ করে। মাহি ভার্সিটি যেতে-আসতে সব সময় তাকে সকালে একবার বিকালে একবার প্রপোজ করে, যতবারই মাহিকে মানিক প্রপোজ করে মাহি ততবারই বিরক্ত হয়ে মানিককে না বলে দেয়। কারণ মানিকের বয়স মাহির চেয়ে অনেক বেশি। এভাবেই নাটকের গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

জাহিদ হাসান ও নাবিলা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শেলী আহসান, এস কে রতন, অনামিকা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত