সিলেটের এমসি কলেজের হোস্টেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার সর্বশেষ দুই আসামিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আসামি তারেকুল ইসলাম তারেক সিএমএম-১ এর বিচারক জিয়াদুর রহমানের আদালতে ও মাহফুজুর রহমান মাসুম সিএমএম-২ এর বিচারক সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার সরকার।
এ নিয়ে এমসি কলেজের হোস্টেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আটক ৮ আসামির সবাই ঘটনার সাথে জড়িত বলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৭টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।
ঘটনার পর ৬ জনকে এজাহারভুক্ত ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূর স্বামী মাইদুল ইসলাম। এর প্রেক্ষিতে পুলিশ ও র্যাব পৃথক অভিযানে ৮ আসামিকে আটক করে।
গ্রেপ্তার ৮ আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শুক্র, শনি ও আজ রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে ৮ জনই দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
আর এ স্বীকারোক্তির মধ্য দিয়ে এমসির ছাত্রাবাসে গণধর্ষণ মামলার জবানবন্দিপর্ব শেষ হলো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















