০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জাতির পিতার সমাধিতে ইবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর নিজ বাড়িতে (টুঙ্গিপাড়ায়) শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি ও পরিবহন প্রশাসক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রুহুল কুদ্দুস এম সালেহ, সাধারণ সম্পাদক মোস্তফা জামাল হ্যাপি, ড. মাহবুবুল আরফিন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের আয়োজন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ড. শেখ আব্দুস সালামকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হলে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যমে সকল দাপ্তরিক কাজ শুরু করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

জাতির পিতার সমাধিতে ইবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর নিজ বাড়িতে (টুঙ্গিপাড়ায়) শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি ও পরিবহন প্রশাসক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রুহুল কুদ্দুস এম সালেহ, সাধারণ সম্পাদক মোস্তফা জামাল হ্যাপি, ড. মাহবুবুল আরফিন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের আয়োজন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ড. শেখ আব্দুস সালামকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হলে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যমে সকল দাপ্তরিক কাজ শুরু করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর