জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম।
১৩ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা মোতাবেক এবং সিন্ডিকেট কর্তৃক উপাচার্য মহোদয়কে প্রদত্ত ক্ষমতাবলে যোগদানের তারিখ হতে আগামী দুই বছরের জন্য তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন ভাতা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব পেয়ে মোঃ রিয়াজুল ইসলাম বলেন “উপাচার্য স্যার আমাকে যে বিশ্বাস ও আস্থা থেকে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
বিজনেস বাংলাদেশ/ এ আর

























