১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

সোনাগাজী পৌর মেয়রের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে দুর্ণীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের প্রতিবাদে শনিবার দুপুরে পৌরসভার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সম্প্রতি কয়েকটি পত্রিকায় খোকনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের সুত্রে গত বুধবার (১৪ অক্টোবর) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাছির উদ্দিন ভুঞা আরিফ বাদি হয়ে দুদকে খোকনের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে খোকন সমর্থকদের দাবী তাকে হয়রানী করতে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধার সন্তানদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক খোকন সমর্থক অংশগ্রহন করেন।বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আফসার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক হোসেন,চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন,সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়ন, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন রিপন। তাদের দাবী আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে একটি দুষ্টচক্র মেয়র খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা অভিযোগে মেয়রকে হয়রানীর চেষ্টা করছে।

দুদকে অভিযোগকারী নাছির উদ্দিন আরিফ জানায়, দায়িত্ব গ্রহনের পর খোকন পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। নির্বাচনের সময় হলফনামায় ২০ লাখ টাকার সম্পত্তির হিসেব দিলেও বর্তমানে সে দৃশ্যমান ও জ্ঞাত আয় বর্হিভুত বিপুল সম্পদের পাশাপাশি ২৫ একর সম্পত্তির মালিক। এর আগে পৌর কাউন্সিলর নুরনবী লিটন ৫০কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে খোকনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়। অভিযোগ আমলে নিয়ে দুদক গত ১ জানুয়ারী ঢাকাস্থ কার্যালয়ে তলব করে মেয়র খোকনকে জিজ্ঞাসাবাদ করেন।

তবে মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে আমাকে হয়রানীর চেষ্টা করছে। মিথ্যা অভিযোগের প্রতিবাদে কারা মানববন্ধন করেছে সেটা তিনি অবগত নয় বলে জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

সোনাগাজী পৌর মেয়রের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ০৪:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে দুর্ণীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের প্রতিবাদে শনিবার দুপুরে পৌরসভার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সম্প্রতি কয়েকটি পত্রিকায় খোকনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের সুত্রে গত বুধবার (১৪ অক্টোবর) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাছির উদ্দিন ভুঞা আরিফ বাদি হয়ে দুদকে খোকনের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে খোকন সমর্থকদের দাবী তাকে হয়রানী করতে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধার সন্তানদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক খোকন সমর্থক অংশগ্রহন করেন।বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আফসার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক হোসেন,চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন,সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়ন, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন রিপন। তাদের দাবী আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে একটি দুষ্টচক্র মেয়র খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা অভিযোগে মেয়রকে হয়রানীর চেষ্টা করছে।

দুদকে অভিযোগকারী নাছির উদ্দিন আরিফ জানায়, দায়িত্ব গ্রহনের পর খোকন পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। নির্বাচনের সময় হলফনামায় ২০ লাখ টাকার সম্পত্তির হিসেব দিলেও বর্তমানে সে দৃশ্যমান ও জ্ঞাত আয় বর্হিভুত বিপুল সম্পদের পাশাপাশি ২৫ একর সম্পত্তির মালিক। এর আগে পৌর কাউন্সিলর নুরনবী লিটন ৫০কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে খোকনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়। অভিযোগ আমলে নিয়ে দুদক গত ১ জানুয়ারী ঢাকাস্থ কার্যালয়ে তলব করে মেয়র খোকনকে জিজ্ঞাসাবাদ করেন।

তবে মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে আমাকে হয়রানীর চেষ্টা করছে। মিথ্যা অভিযোগের প্রতিবাদে কারা মানববন্ধন করেছে সেটা তিনি অবগত নয় বলে জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর