বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার হতে যাচ্ছে।
বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান ওইদিন অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডে প্রাপ্তবয়স্ক আসামিদের রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেয় আদালত। এ ফাঁসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন মিন্নি।
এদিকে, গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।
৭৪ জনের সাক্ষ্য গ্রহণ এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপনের পর ৬৩ কার্যদিবসে এর বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর ১৪ অক্টোবর বরগুনা শিশু আদালত রায়ের দিন ধার্য করে।
সরকার পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, মামলার ১৪ আসামির মধ্যে সাত আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
তারা সাক্ষীর মাধ্যমে অভিযোগ ‘প্রমাণ করতে পেরেছেন দাবি করে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী নারগিস পারভীন সুরমা জানিয়েছেন, অপ্রাপ্তবয়স্ক আসামিরা নির্দোষ। তারা বেকসুর খালাশ পাবেন বলে আশা করছিন তিনি।
রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে আটজন জামিনে এবং ছয়জন কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছেন।
প্রাপ্তবয়স্ক ছয় আসামির ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ অপ্রাপ্তবয়স্ক আসামিদেরও সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















