বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাবগুলোকে নিয়ে Excellence Bangladesh এর আয়োজনে Midas Financing Limited Presents -”Campus Club Summit” In Association With The Daily Star এর COVID-19 Social Welfare Recognition ক্যাটাগরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সেরা ৫টি ক্লাবে জায়গা করে নিয়েছে।
করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর বিভিন্ন এক্টিভিটি (মেম্বার ডেভেলপমেন্ট, অনলাইন ডিবেট আয়োজন, দেশের কর্পোরেট ব্যক্তিত্বদের মাধ্যমে মেম্বারদের নিয়ে অনলাইন শিক্ষণীয় সেগমেন্ট আয়োজন, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি) পর্যালোচনা করে শতাধিক ক্লাবের পোর্টফোলিও বিশ্লেষণ করে এই পদক প্রদান করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব বিগত আট মাসে সদস্যদের একটিভ রাখতে বেশ কয়েকটি কার্যকরী ইভেন্ট চলমান রাখে যার মাধ্যমে সদস্যরা তাদের করোনা লকডাউনের সময়টাকে যথাযথ কাজে লাগাতে সক্ষম হয়েছে এবং মহামারী চলাকালে বিভিন্ন সচেতনতা অবলম্বন করে নিজের, পরিবারের ও সমাজের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা পালনে উদ্বুদ্ধ হয়েছে।
Campus Club Summit এর এই সম্মাননা নিঃসন্দেহে ক্লাব মেম্বার, এক্সিকিউটিভ বডির অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন ক্লাবের সভাপতি মো: জাহিদুল হাসান (জাহিদ)।
তিনি বলেন, এটি নিঃসন্দেহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্লাবের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবজনক মাইলফলক।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























