০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রনজু রাইমের অপ্রিয় বচন

  • রবিউল কমল
  • প্রকাশিত : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
  • 3747

প্রবাদ-প্রবচন অল্পেই অধিক কথা বলে। তাই অল্পে অধিক কথা বলতে বইমেলায় আসছে কবি রনজু রাইমের ‘অপ্রিয় বচন’। যা অপ্রিয় সত্যের সমার্থক। একই সঙ্গে অন্যরকম ব্যঞ্জনা দিতে নামকরণের এই ভিন্নতা।

বইটি প্রকাশ করছে জিনিয়াস পাবলিকেশনস। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মেলার শুরু থেকেই বইটি পাওয়া যাবে প্রকাশনীর স্টলে।

বইটি সম্পর্কে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আবু হাসান শাহরিয়ার বলেছেন, ‘রনজু রাইমের অপ্রিয় বচনগুলো রবীন্দ্রবিবৃত অসাধারণ ক্ষমতার উজ্জ্বল নমুনা। অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের প্রতিবাদ।’

বিজনেস বাংলাদেশ/রবিউল কমল

ট্যাগ :
জনপ্রিয়

রনজু রাইমের অপ্রিয় বচন

প্রকাশিত : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

প্রবাদ-প্রবচন অল্পেই অধিক কথা বলে। তাই অল্পে অধিক কথা বলতে বইমেলায় আসছে কবি রনজু রাইমের ‘অপ্রিয় বচন’। যা অপ্রিয় সত্যের সমার্থক। একই সঙ্গে অন্যরকম ব্যঞ্জনা দিতে নামকরণের এই ভিন্নতা।

বইটি প্রকাশ করছে জিনিয়াস পাবলিকেশনস। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মেলার শুরু থেকেই বইটি পাওয়া যাবে প্রকাশনীর স্টলে।

বইটি সম্পর্কে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আবু হাসান শাহরিয়ার বলেছেন, ‘রনজু রাইমের অপ্রিয় বচনগুলো রবীন্দ্রবিবৃত অসাধারণ ক্ষমতার উজ্জ্বল নমুনা। অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের প্রতিবাদ।’

বিজনেস বাংলাদেশ/রবিউল কমল