০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

শেকৃবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি একই বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতির আদেশে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

আজ বুধবার(১৮ই নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা মোতাবেক আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে ১৮ নভেম্বর ২০২০ তারিখ হতে পরবর্তী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ড. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। এর আগে তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ড. নজরুল ইসলাম ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শেকৃবি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এর সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

এছাড়াও ড. নজরুল ইসলাম একজন কৃষি বিজ্ঞানী ও গবেষক হিসেবেও দেশে বিদেশে পরিচিত৷ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার প্রায় ৬০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শেকৃবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

প্রকাশিত : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি একই বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতির আদেশে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

আজ বুধবার(১৮ই নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা মোতাবেক আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে ১৮ নভেম্বর ২০২০ তারিখ হতে পরবর্তী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ড. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। এর আগে তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ড. নজরুল ইসলাম ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শেকৃবি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এর সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

এছাড়াও ড. নজরুল ইসলাম একজন কৃষি বিজ্ঞানী ও গবেষক হিসেবেও দেশে বিদেশে পরিচিত৷ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার প্রায় ৬০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর