০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

আসছে ইতু সোম-এর নতুন গান “মনেরই রঙে রাঙাবো তোমায়”

আসছে মেধাবী কণ্ঠশিল্পী ইতু সোম-এর নতুন গান “মনেরই রঙে রাঙাবো তোমায়”। গানটির কথা, সুর করেছেন শিল্পী নিজেই।’ মিউজিক করেছেন শুভ ঢালী, সাউন্ড ডিজাইন করেছেন রিফাত রায়হান। সম্প্রতি বরিশালের হার্ট টিউন স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে।

গানটি নিয়ে ইতু বলেন, ভালো কিছু গান উপহার দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিতে চাই, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস “মনেরই রঙে রাঙাবো তোমায়’ শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।

মনেরই রঙে রাঙাবো তোমায়” শিরোনামের গানটি খুব শীঘ্রই ইতু সোম-এর নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হতে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

আসছে ইতু সোম-এর নতুন গান “মনেরই রঙে রাঙাবো তোমায়”

প্রকাশিত : ০৫:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

আসছে মেধাবী কণ্ঠশিল্পী ইতু সোম-এর নতুন গান “মনেরই রঙে রাঙাবো তোমায়”। গানটির কথা, সুর করেছেন শিল্পী নিজেই।’ মিউজিক করেছেন শুভ ঢালী, সাউন্ড ডিজাইন করেছেন রিফাত রায়হান। সম্প্রতি বরিশালের হার্ট টিউন স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে।

গানটি নিয়ে ইতু বলেন, ভালো কিছু গান উপহার দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিতে চাই, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস “মনেরই রঙে রাঙাবো তোমায়’ শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।

মনেরই রঙে রাঙাবো তোমায়” শিরোনামের গানটি খুব শীঘ্রই ইতু সোম-এর নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হতে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ