০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালেই ডাম্পিং: ডিএমপি কমিশনার

রেজিস্ট্রেশন ছাড়া সড়কে গাড়ি চালালেই ডাম্পিংয়ের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-কমিশনারদের (ডিসি) এ নির্দেশনা দেন।

ডিসিদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, সড়কে রেজিস্ট্রেশন বিহীন কোন গাড়ি চলবে না। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চললেই ডাম্পিংয়ে পাঠাবেন।

রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোন প্রকার চাঁদা উঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ উঠানো যাবে।

চালকদেরকে আইন মানার ক্ষেত্রে আরও সচেতন করতে হবে বলে মনে করেন তিনি।

এ সময় সভায় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আনতে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মালিক সমিতির নেতৃবৃন্দ ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ায় বিআরটি-এর সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখ পূর্বক বিষয়টি সু-নজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালেই ডাম্পিং: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

রেজিস্ট্রেশন ছাড়া সড়কে গাড়ি চালালেই ডাম্পিংয়ের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-কমিশনারদের (ডিসি) এ নির্দেশনা দেন।

ডিসিদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, সড়কে রেজিস্ট্রেশন বিহীন কোন গাড়ি চলবে না। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চললেই ডাম্পিংয়ে পাঠাবেন।

রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোন প্রকার চাঁদা উঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ উঠানো যাবে।

চালকদেরকে আইন মানার ক্ষেত্রে আরও সচেতন করতে হবে বলে মনে করেন তিনি।

এ সময় সভায় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আনতে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মালিক সমিতির নেতৃবৃন্দ ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ায় বিআরটি-এর সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখ পূর্বক বিষয়টি সু-নজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ শেখ