৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার সঙ্গে সঙ্গে মাইলস্টোনের সামনে বিরাট কোহলি। আজ শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামছে ভারত। আর এই ম্যাচেই আরও এক মাইলস্টোন টপকে যেতে পারেন ভারত অধিনায়ক।
গত ৬-৭ বছরে একের পর রেকর্ড গড়ে চলেছেন রান-মেশিন কোহলি। তিন ফর্ম্যাটের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সাফল্যের চূড়ার দিকে এগোচ্ছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সর্বকালীন ৪৯টি সেঞ্চুরি থেকে মাত্র ৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন কোহলি। এখনও পর্যন্ত ২৪৮টি ম্যাচে ৪৩টি সেঞ্চুরি বিরাটের দখলে। গড় ৫৯.৩।
ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন থেকে মাত্র ১৩৩ রান দূরে কোহলি। অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই এই মাইলস্টোন টপকে যেতে পারেন বিরাট। এমনটা হলেন বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন টপকে যাবেন বিরাট। কিন্তু বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ এর কম ইনিংসে এই মাইলস্টোন টপকে যাওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























