০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির নাম ঘোষণা করা করা হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি, অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনেতা ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান প্রমুখ।

অনুষ্ঠানে তৌকির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিনেমাটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি – বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের নিয়ম মেনে আমরা শুটিং করব। সিনেমাটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।

অভিনেতা তৌকীর আহমেদ নির্মাতা হিসেবেও দারুণ সফল। সম্প্রতি ২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছে তার পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’।

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’

প্রকাশিত : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির নাম ঘোষণা করা করা হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি, অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনেতা ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান প্রমুখ।

অনুষ্ঠানে তৌকির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিনেমাটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি – বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের নিয়ম মেনে আমরা শুটিং করব। সিনেমাটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।

অভিনেতা তৌকীর আহমেদ নির্মাতা হিসেবেও দারুণ সফল। সম্প্রতি ২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছে তার পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’।