৭১ সালে যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে প্রশ্নতো তুলবেই। এরা বিভিন্ন সময়ে বহুরূপে এসেছে। আমরা যারা স্বাধীনতার পক্ষের লোক, মুক্তিযুদ্ধের চেতনার লোক -আমরা এদের প্রতিহত করবোই।
বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরাতে পারবেনা। তিনি আরো বলেন রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মিল্ক ভিটা কারখানা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া রয়েছে। তাই মুজিব শতবর্ষ এর ব্যাপক উন্নয়ন করা হবে।
বুধবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মিল্কভিটার কারখানা পরিদর্শনে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার ভাস্কর্য স্থাপন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য একথা বলেন।
এ সময় সচিব রেজাউল আহসান জানান, বৃহত্তর ফরিদপুরের উন্নয়নে টেকেরহাট মিল্ক ভিটায় গবাদি পশুর জাত উন্নয়ন কারখানা স্থাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন সমবায় বিভাগের এমডি সমর চাদ বণিক, ডিজি (সমবায় ও নিবন্ধন) আমিনুল ইসলাম, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাজির হোসেন লিপু, মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান প্রমূখ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্রাচার্য্য এমপি মাদারীপুর জেলার রাজৈরে আগমন উপলক্ষ্যে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান এবং এসআই (সশস্ত্র) মোঃ মনির হোসেনের নেতৃত্বে মাদারীপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড-অব-অনার প্রদান করেন। এ সময় সালামী মঞ্চে উপস্থিত ছিলেন জনাব ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক, মাদারীপুর ও জনাব মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, মাদারীপু।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত