০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

শুরুতেই আউট এনামুল

তৃতীয় ওভারে উইকেট হারাল বাংলাদেশ। শূন্য রানে বোল্ড হয়ে ফিরলেন এনামুল হক। সুরঙ্গা লাকমলের বলে তেমন কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরের সোজা বলটি স্টাম্পে টেনে আনেন এনামুল। শরীর থেকে অনেক দূরের বল খেলতে গিয়ে তালগোল পাকান এই ওপেনার। এনামুল ফেরার সময়ে বাংলাদেশের সংগ্রহ ৫/১।

মুখোমুখি হওয়া প্রথম বলে চার দিয়ে শুরু করেন সাকিব আল হাসান। এক বল পর আবার তুলে নেন বাউন্ডারি।

৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩/১।

জনপ্রিয়

শুরুতেই আউট এনামুল

প্রকাশিত : ১২:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

তৃতীয় ওভারে উইকেট হারাল বাংলাদেশ। শূন্য রানে বোল্ড হয়ে ফিরলেন এনামুল হক। সুরঙ্গা লাকমলের বলে তেমন কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরের সোজা বলটি স্টাম্পে টেনে আনেন এনামুল। শরীর থেকে অনেক দূরের বল খেলতে গিয়ে তালগোল পাকান এই ওপেনার। এনামুল ফেরার সময়ে বাংলাদেশের সংগ্রহ ৫/১।

মুখোমুখি হওয়া প্রথম বলে চার দিয়ে শুরু করেন সাকিব আল হাসান। এক বল পর আবার তুলে নেন বাউন্ডারি।

৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩/১।