কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) সচিবালয়ে তিনজন কূটনীতিককে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
কাজাখস্তানের আয়োজনে সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির ভার্চুয়াল বৈঠকে শুক্রবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আগ্রহ প্রকাশ করেন। ভার্চুয়ালি এ বৈঠক হয়। এতে কাজাখস্তানের প্রথম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাখারত নারেশেভ সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির সচিবালয়কে আন্তর্জাতিকীকরণের জন্য তিনটি পদে কূটনীতিক নিয়োগ দেওয়ার বিষয়টি উত্থাপন করা হয় বৈঠকে। এতে সেকেন্ডমেন্ড পদে মনোনয়ন অনুমোদনের ক্ষেত্রে সব সদস্য রাষ্ট্রকে সর্বোচ্চ সহযোগিতা প্রদর্শনের জন্য উৎসাহিত করা হয়। বাংলাদেশও ওই সিদ্ধান্তে একমত পোষণ করে। সেইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সিআইসিএ সচিবালয়ে তিনজন কূটনীতিককে পদায়ন করতে ইচ্ছুক বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























