১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ছোট পর্দায় জয়ার ‘গেরিলা’

চলছে বিজয়ের মাস। বাঙালির গৌরব আর অর্জনের এই পুরো মাসে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। বিজয় দিবসের দিনব্যাপী আছে ভিন্নমাত্রার সব আয়োজন।

তার ঠিক আগের দিন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে দেখা যাবে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধ নির্ভর সাড়া জাগানো ছবি ‘গেরিলা’।

মুক্তিযুদ্ধ নির্ভর ছবিগুলোর মধ্যে নানা কারণেই ব্যতিক্রম ‘গেরিলা’। মুক্তির পর ছবিটি দেখতে সিনেমা হলে যেমন ব্যাপক দর্শক সমাগম ঘটে, তেমনি সমালোচক মহলেও প্রশংসিত হয়।

সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন ‘গেরিলা’। ১৫ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আহমেদ রুবেল প্রমুখ।

গেরিলা ২০১১ সালে ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। শুধু তাই নয়, এছাড়াও ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবং ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক পুরস্কার’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

ছোট পর্দায় জয়ার ‘গেরিলা’

প্রকাশিত : ০৮:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

চলছে বিজয়ের মাস। বাঙালির গৌরব আর অর্জনের এই পুরো মাসে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। বিজয় দিবসের দিনব্যাপী আছে ভিন্নমাত্রার সব আয়োজন।

তার ঠিক আগের দিন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে দেখা যাবে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধ নির্ভর সাড়া জাগানো ছবি ‘গেরিলা’।

মুক্তিযুদ্ধ নির্ভর ছবিগুলোর মধ্যে নানা কারণেই ব্যতিক্রম ‘গেরিলা’। মুক্তির পর ছবিটি দেখতে সিনেমা হলে যেমন ব্যাপক দর্শক সমাগম ঘটে, তেমনি সমালোচক মহলেও প্রশংসিত হয়।

সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন ‘গেরিলা’। ১৫ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আহমেদ রুবেল প্রমুখ।

গেরিলা ২০১১ সালে ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। শুধু তাই নয়, এছাড়াও ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবং ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক পুরস্কার’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ