কানাডার উত্তর অ্যালবার্টায় একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চার ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে। বার্চ হিলস কাউন্টি এডমন্টনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি মাঠে নতুন বছরের প্রথম দিনেই এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, এক দম্পতি এবং তাদের দুই শিশু সন্তান।
অ্যালবার্টার আরসিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি শস্য খেত থেকেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু পুলিশ তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে মাউন্টেন পুলিশ গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরী সাহায্য বার্তা পায়। এরপরই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার
























