বিশ বছর পার করে একুশের মাথায় এসে টেস্ট র্যাংকিংয়ের তলানিতে বাংলাদেশ। টেস্ট শিশু আফগানিস্তানও এখন বাংলাদেশের ওপরে। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে আফগানরা আছে নয় নম্বরে আর টাইগারদের অবস্থান দশম।
স্বভাবতই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত -সমর্থকরা হতাশ। আজ (বুধবার) দুপুর থেকেই এ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। প্রায় দুই যুগ টেস্ট খেলার পর সবে দুই বছর ধরে টেস্টে আসা আফগানিস্তানেরও নিচে পড়ে যাওয়া? কেন এমন অবনমন?
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের কাছে প্রশ্নই ছুড়ে দেয়া হয়েছিল। কারণ খুঁজতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়কের উপলব্ধি, পারফরম্যান্স নয়, কম টেস্ট খেলাই র্যাংকিংয়ে নিচে নামার প্রধান কারণ। ক্রিকেট অপস চেয়ারম্যানের ব্যাখ্যা, ‘আমরা যেহেতু টেস্ট খেলতে পারিনি, আমাদের র্যাংকিং তো নিচে নামবেই।’
আকরাম খান বোঝানোর চেষ্টা করেন, র্যাংকিংটাই সব নয়। এর মূল্যও সব সময় এক নয়। তাই মুখে এমন কথা, ‘হ্যাঁ, র্যাংকিংয়ের অনেক ক্ষেত্রে অনেক মূল্য আছে, আবার অনেক ক্ষেত্রে অত গুরুত্বপূর্ণ না।’
আকরামের মতে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচ খেলা। সেটা হলেই টেস্ট ক্রিকেটে উন্নতি করতে পারবে টাইগাররা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের ভাষায়, ‘আসলে আমাদের অনেকগুলো টেস্ট মিস হয়েছে। বাংলাদেশ এখন টেস্টে যে পর্যায়ে রয়েছে, আমরা আসলে যত বেশি খেলতে পারব তত উন্নতি করব। আমরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে বেশি খেলার পর দেখেন একটা পর্যায়ে এসেছি। টেস্ট আমরা ওরকম চাচ্ছি, ইনশাআল্লাহ।’
আকরাম খান তরুণ পেসারদের ডানায় ভর করে টেস্টে ভালো করার স্বপ্ন দেখছেন। তার কথা, ‘গত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমরা কিছু পেস বোলার পেয়েছি। ওই সব পেসাদের ভালোভাবে পরিচর্যা করতে হবে। আশা করি, ভবিষ্যতেও ভালো ভালো বোলার বেরিয়ে আসবে।’
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার