বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু কিশোর মেলার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধায় শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। জেলা বাসদ (মার্কসবাদী) কার্যালয় চত্বরে আয়োজিত ওই উৎসবের উদ্বোধন করেন বাসদের জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাইদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাসদের সদস্য কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সুভাষিনী দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শিশু কিশোর মেলার সংগঠক মাসুদা আক্তার, উম্মে নিলুফার তিন্নি প্রমূখ। উৎসবে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু কিশোর মেলার কর্মীদের তৈরি ১০ রকমের পিঠা অতিথিসহ সকলের মধ্যে বিতরণ করা হয়। উৎসবে শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, ব্যবসায়ি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান


























