০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

সুস্থতার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন। সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৫৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৫টি। এখন পর্যন্ত ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫২ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ১৬৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৭১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব রয়েছেন ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।২৪ ঘণ্টায় ১০ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

সুস্থতার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ছাড়ালো

প্রকাশিত : ১২:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন। সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৫৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৫টি। এখন পর্যন্ত ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫২ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ১৬৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৭১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব রয়েছেন ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।২৪ ঘণ্টায় ১০ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।