কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও র্যাবের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ডিবির সদস্যরা তিনজনকে এবং র্যাব সদস্যরা এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনওয়ারুল আজিম।
র্যাব কর্মকর্তা মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সোমবার গভীর রাতে জেলার সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও দাউকান্দির টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযানে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের সৈয়দা খাদিজা আক্তার, বরিশালের বানারীপাড়া থানার বানারীপাড়া গ্রামের কবির, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ নজিবটুলা গ্রামের সুজন আলী, একই গ্রামের হাসান আলী, ওই থানার বিশ্বনাথপুর বাকরুলী গ্রামের জুয়েল ও চাঁদপুরের কচুয়া থানার মাশনীগাছা গ্রামের আবুল কাশেম।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচাকেনা ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এদিকে, জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনওয়ারুল আজিম জানান, সোমবার গভীর রাতে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ মাদক ব্যবসায়ী সেলিম মিয়া, মনোয়ার হোসেন ও সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



















