১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ঘুরে দাঁড়াল পিএসজি

তিন দিন আগে গত রবিবার টেবিলের তলানিতে থাকা লরিয়েন্তের কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে বুধবার তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে। লিগ ওয়ানে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আনহেল দি মারিয়া, পাবলো সারাবিয়া ও কিলিয়ান এমবাপের গোলে ফরাসি চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করলো। শীর্ষে থাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্ট আর দ্বিতীয় দল লিওঁর থেকে এক পয়েন্ট পেছনে পিএসজি। শেষ ১১ ম্যাচের ৯টি হারা নিমেসের অর্জন ২২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

নিষিদ্ধের কারণে পিএসজি এই ম্যাচে পায়নি নেইমারকে। ব্রাজিলিয়ানের অনুপস্থিতি বেশ অনুভব করেছে তারা। তবে সেই শূন্যতা পূরণ করতে সময় লাগেনি। গত নভেম্বরের পর প্রথমবার গোল করে ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন দি মারিয়া। প্রতিপক্ষের লামিনে ফোম্বার ভুল ব্যাকপাস ধরে গোল করেন আর্জেন্টাইন প্লে মেকার।
বিরতির ৯ মিনিট আগে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। লিয়ান্দ্রো পারেদেসের বানিয়ে দেওয়া বলে চমৎকার বাঁকানো শটে তৃতীয় গোল করেন এমবাপে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

ঘুরে দাঁড়াল পিএসজি

প্রকাশিত : ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

তিন দিন আগে গত রবিবার টেবিলের তলানিতে থাকা লরিয়েন্তের কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে বুধবার তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে। লিগ ওয়ানে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আনহেল দি মারিয়া, পাবলো সারাবিয়া ও কিলিয়ান এমবাপের গোলে ফরাসি চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করলো। শীর্ষে থাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্ট আর দ্বিতীয় দল লিওঁর থেকে এক পয়েন্ট পেছনে পিএসজি। শেষ ১১ ম্যাচের ৯টি হারা নিমেসের অর্জন ২২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

নিষিদ্ধের কারণে পিএসজি এই ম্যাচে পায়নি নেইমারকে। ব্রাজিলিয়ানের অনুপস্থিতি বেশ অনুভব করেছে তারা। তবে সেই শূন্যতা পূরণ করতে সময় লাগেনি। গত নভেম্বরের পর প্রথমবার গোল করে ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন দি মারিয়া। প্রতিপক্ষের লামিনে ফোম্বার ভুল ব্যাকপাস ধরে গোল করেন আর্জেন্টাইন প্লে মেকার।
বিরতির ৯ মিনিট আগে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। লিয়ান্দ্রো পারেদেসের বানিয়ে দেওয়া বলে চমৎকার বাঁকানো শটে তৃতীয় গোল করেন এমবাপে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার