গাজীপুরে স্কুলছাত্র অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ ছয় অপহরণকারীকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে গাজীপুরের সালনা পলাশটেক এলাকার আব্দুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫), গাজীপুরের শ্রীপুরের দেওয়ানেরচালা এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে খালেদা আক্তার (৩৬), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়িয়া এলাকার ওজিহারের ছেলে শাহীন আলম (৩৬), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকার আব্দুল সবুরের ছেলে মামুন হোসেন (২৮), শেরপুর সদরের দোপাঘাট এলাকার মো: চাঁন মিয়ার ছেলে মো: ইউসুফ মিয়া (৩৬) ও ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম।
তিনি জানান, এ অপহরণকারী চক্রটি গত এক মাসে বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ করে। এরা সকলেই আন্তঃজেলা ছিনতাই ও অপহরণকারী দলের সদস্য। এ চক্রটি গত ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীস্থ সফিউদ্দিন সরকার একাডেমীর নবম শ্রেণির ছাত্র মো: তানভীর হোসেন সিয়াম (১৫) কে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সিয়ামের পিতার কাছ থেকে একলক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
অন্যথায় সিয়ামকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় অপহৃত সিয়ামের পিতা গত ২৪ জানুয়ারি গাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ২৫ জানুয়ারি সিয়ামকে গাজীপুর সিটি ককরপোরেশনের ধান গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পার্শ্বে সিয়ামকে ফেলে যায় অপহরণকারীরা। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, অপহরণকারীদের ধরতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। পরে তথ্য প্রযুক্তি মাধ্যমে গত বুধবার নগরীর সালনা এলাকা থেকে অপহরণকারী মামুনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক অপর আসামিদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভ‚য়া সাংবাদিক পরিচয়পত্র, দুইটি মোটরসাইকেল, আটটি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা গাজীপুরসহ ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এলাকার পেশাদার অপহরণকারী চক্রের সদস্য।
তাদের নামে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















