০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

অবৈধভাবে প্রবেশে আটক ৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ কালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্ত পিলার ৯৬৩/এমপি এর নিকট দিয়ে অবৈধভাবে প্রবেশ কালে পাথরডুবি নামক এলাকার আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বাগভান্ডার বিওপি’র নিয়মিত টহল দল ৫ ব্যক্তিকে আটক। আটককৃতদের ২ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশী নাগরিক বলে।
আটক ভারতীয় নাগরিকরা হলেন ইস্ট দিল্লির গান্দিনগরের গিতা কলোনীর গুরুদুয়ারা এলাকার ইমরান মলিকের ছেলে ফিরোজ মলিক (২০) যার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৩৫২৫৪৫৩৫৫৯৯০)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ী বাগেরহাট, তার বাবা ভারতে থাকে। দাদার বাড়ীতে বেড়াতে এসেছে। অপর ভারতীয় নাগরিক সাউথ দিল্লির সারিতাভির মাদানপুর খাদের জেজে কলোনীর বাসিন্দা আমির আলীর ছেলে মো. ওয়াদুদ (৩০) যার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৪৯৬৯৭৯৬০৪৯২২)। বিজিবির জিজ্ঞাসাবাদে সে জানা যায়, ছোটবেলায় তার বাবা তাকে ভারতে রেখে এসেছে। সে অসুস্থ্য বাবাকে দেখার জন্য বাংলাদেশে এসেছে। তবে কোন ঠিকানা বলতে পারেনি। আটক বাংলাদেশী নাগরিকরা হলেন মো. সোহেল (২৭), রিপন মিয়া (৩২) ও সোহেল (১৯)। সোহেল সুনামগঞ্জ জেলার পল্লবপুর গ্রামের আঃ জলিলের ছেলে।

ট্যাগ :
জনপ্রিয়

অবৈধভাবে প্রবেশে আটক ৫

প্রকাশিত : ১২:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ কালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্ত পিলার ৯৬৩/এমপি এর নিকট দিয়ে অবৈধভাবে প্রবেশ কালে পাথরডুবি নামক এলাকার আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বাগভান্ডার বিওপি’র নিয়মিত টহল দল ৫ ব্যক্তিকে আটক। আটককৃতদের ২ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশী নাগরিক বলে।
আটক ভারতীয় নাগরিকরা হলেন ইস্ট দিল্লির গান্দিনগরের গিতা কলোনীর গুরুদুয়ারা এলাকার ইমরান মলিকের ছেলে ফিরোজ মলিক (২০) যার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৩৫২৫৪৫৩৫৫৯৯০)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ী বাগেরহাট, তার বাবা ভারতে থাকে। দাদার বাড়ীতে বেড়াতে এসেছে। অপর ভারতীয় নাগরিক সাউথ দিল্লির সারিতাভির মাদানপুর খাদের জেজে কলোনীর বাসিন্দা আমির আলীর ছেলে মো. ওয়াদুদ (৩০) যার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৪৯৬৯৭৯৬০৪৯২২)। বিজিবির জিজ্ঞাসাবাদে সে জানা যায়, ছোটবেলায় তার বাবা তাকে ভারতে রেখে এসেছে। সে অসুস্থ্য বাবাকে দেখার জন্য বাংলাদেশে এসেছে। তবে কোন ঠিকানা বলতে পারেনি। আটক বাংলাদেশী নাগরিকরা হলেন মো. সোহেল (২৭), রিপন মিয়া (৩২) ও সোহেল (১৯)। সোহেল সুনামগঞ্জ জেলার পল্লবপুর গ্রামের আঃ জলিলের ছেলে।