টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নদীতে পানি বৃদ্ধির ফলে আতঙ্ক ও উৎকন্ঠায় সময় পার করছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী লোকজন। পানি আরও বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।জানা যায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মনে। কুশিয়ারার পানিও ক্রামাগত বৃদ্ধি পাচ্ছে।
দীঘলবাক গ্রামের এলাইছ মিয়া জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের মধ্যে আছি। নদীর পাড়ের অনেকাংশে ভাঙন দেখা দিয়েছে।
দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া বলেন, নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যদি ক্রমাগত পানি বৃদ্ধি পেতে থাকে, তাহলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ হয়েছে। তারা জানিয়েছে বাঁধ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার বলেন, বর্তমানে কুশিয়ারার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
কুশিয়ারার বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা
-
এটিএম ফোয়াদ হাসান: নবীগঞ্জ (হবিগঞ্জ)
- প্রকাশিত : ১২:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- 132
ট্যাগ :
জনপ্রিয়