ঢাকা জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন সাভার আশুলিয়ার তরুণ ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে তার হাতে সম্মাননা তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।
জানা গেছে, তরুণ এ ব্যবসায়ীর রয়েছে টেলিকম, বহুজাতিক কোম্পানির ডিলারশিপ, আবাসন, স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কসহ বিভিন্ন ব্যবসা। করোনার শুরুতেই এর সিংহভাগই সংকটে পড়ে। বিশেষ করে লকডাউন চলাকালে বড় মাত্রার ধাক্কা খায় তার আবাসন ব্যবসা।
জমিজমার বেচাকেনা যেমন কমে গিয়ে শূন্যের কোঠায় পৌঁছে, তেমনি ভাড়াটিয়ারাও ছেড়ে যেতে থাকেন বাড়ি ও বাণিজ্যিক ভবন। আয় কমে গেলেও ভাড়াটিয়াদের দেখভালের দায়িত্বও তাকে নিতে হয়েছে। এর পাশাপাশি আরও কিছু খাতে আয় কমে যায়। কিন্তু এসব খাত থেকে আয় কমে গেলেও টেলিকম ব্যবসা থেকে বাড়ে আয়।
ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান অবশ্য এজন্য তার কর্মীদেরই কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক কর্মী রয়েছেন। তাদের জন্যই মূলত এ বছরের সম্মাননা অর্জন। তারা ইচ্ছে করলেই লকডাউনে কাজ করা ছেড়ে দিতে পারতেন। কিন্তু তারা এটি করেনি। ঢাকা জেলায় আমি গত পাঁচবছর ধরেই সেরা করদাতা হয়েছি। ২০১৯-২০২০ অর্থবছরে আমার কর পরিশোধের পরিমাণও অন্য বছরের তুলনায় বেশি ছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর























