খুলনার ডুমুরিয়ায় ২৩মাস বয়সী শিশুর ওপরে ভুল চিকিৎসার অপরাধে তন্ময় অধিকারী নামক এক ভ‚য়া ডাক্তারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ সঞ্জীব দাসের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম মুন্না’র ২৩ মাস বয়সী শিশুকন্যা মহুয়া জান্নাত রাকা গত কয়েক দিন ধরে আহারে অহীনা বোধ করে। গত ৩দিন আগে শিশু রাকা’কে ডুমুরিয়া উপজেলা সদরের ডাঃ তন্ময় অধিকারীর চেম্বারে নিয়ে যায় এবং ডাক্তারের দেওয়া ঔষধ সেবনে সে আরও দুর্বল ও অস্বস্তিবোধ করতে থাকে। বিষয়টি নিয়ে ইউপি সদস্য আব্দুল হালিম মঙ্গলবার বিকেলে আবারও তার শিশুকে নিয়ে তার চেম্বারে যান। তখন ডাঃ তন্ময় অধিকারীর সাথে বাক-বিতর্কের এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হয়। পরে ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ সঞ্জীব দাস ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে ভ‚য়া ডাক্তার প্রমানিত হওয়ায় এবং ভুল চিকিৎসার অপরাধে তন্ময় অধিকারকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। অন্যথায় ধার্য্যকৃত টাকা প্রদানে ব্যর্থ হলে তাকে আরও ১৫দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















