কেরাণীগঞ্জ এলাকায় তিনতলার একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকালে কেরাণীগঞ্জের পূর্বচল খেলার মাঠের পাশের তিনতলা ভবনটি ধসে পড়ে।
কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনতলা ভবন ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এরই মধ্যে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























