সাতক্ষীরা শহরের অলিতে গলিতে মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে শিশুরা এক নিরব চাঁদাবাজিতে নেমে পড়েছে। আজ ২০ ফেব্রুয়ারি রাত ৮ টা হতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,রাস্তার ধারে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেছে। রং, বেলুন, রঙ্গিন কাগজ ও কাঠের তক্তা দিয়ে এ শহীদ মিনার নির্মাণ করেছে উঠতি বয়সের কিশোররা। এর পর সকলে রাস্তায় ব্যারিকেড দিয়ে চাঁদা তুলছে। বিষয়টি স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,রাস্তায় ব্যারিকেড দিয়ে বিশেষ দিন উপলক্ষে যে টাকা আদায় শুরু করেছে এতে তাঁদের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি হতে পারে। অনেক পথচারী তাঁদের শহীদ মিনার দেখিয়ে টাকার জন্য জোর-জবরদস্তী করছে। বিশেষ করে অনুসন্ধানে দেখা গেছে, ১০ বছরের শিশু থেকে ১৮ বছরের যুবকরা এ অভিনব পন্থায় শহীদ দিবস উপলক্ষে নিরব চাঁদাবাজি করছে। শহরের নারেকেল তলা হতে থানাঘাটা ব্রিজ পর্যন্ত ৫ টি স্থান সহ ৩০ টি স্থানে এ নতুন ফন্দির আবির্ভাব হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম,মোস্তাফা কামালের সেল ফোনে রাত্র ৯ টা ৭ মিনিটে যোগাযোগ করা হলে তিনি বিষয় সম্পর্কে অবগত না হয়েই খেলা করছে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন,শহীদ দিবস উৎযাপন উপলক্ষে কোন ভাবেই রাস্তায় ব্যারিকেড দিয়ে চাঁদাবাজি করা যাবে না। তিনি দ্রুত এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছিন বলে নিশ্চিত করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















