ঝিনাইদদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিক ও এক দালালসহ ২১ জনকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। মহেশপুর উপজেলার বিভিন্ন সিমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা ও ভারতের বর্ধমান জেলার নাগরিক। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব পুরুষ, নারী শিশু ও দালাল সেলিম রেজাসহ ২১ জনকে আটক করে। এর মধ্যে ভারতের সুরুলিয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী সুরমা রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। থানায় মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















