০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

এক মোটরসাইকেলে তিনজন, ট্রাকের সংঘর্ষে নিহত দু’জন

ময়মনসিংহে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ সময় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (৩৪) ও খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (৩২)। আহত একজনের নাম জুয়েল মিয়া। তিনি পেশায় মাটি উত্তোলনের গাড়ী (বেকুর) চালক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালকও হেলপারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাটি উত্তোলনের ভেকু গাড়ির জন্য গাড়ীর চালককে নিয়ে বৃহস্পতিবার সকালে ধোবাউড়া থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে এক মোটরসাইকেলে তিনজন রওনা হয়। সকাল দশটার দিকে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারে আসা মাত্রই হালুয়াঘাট থেকে ধোবাউড়াগামী ছেড়ে আসা একটি
রডবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকসহ মোটরসাইকেল
পাশের খাদে পড়ে যায়। এতে জাহিদ হাসান রাসেল ঘটনাস্থলেই নিহত হয়। তবে শহিদুল কায়সার রনিকে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেও মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এক মোটরসাইকেলে তিনজন, ট্রাকের সংঘর্ষে নিহত দু’জন

প্রকাশিত : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

ময়মনসিংহে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ সময় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (৩৪) ও খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (৩২)। আহত একজনের নাম জুয়েল মিয়া। তিনি পেশায় মাটি উত্তোলনের গাড়ী (বেকুর) চালক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালকও হেলপারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাটি উত্তোলনের ভেকু গাড়ির জন্য গাড়ীর চালককে নিয়ে বৃহস্পতিবার সকালে ধোবাউড়া থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে এক মোটরসাইকেলে তিনজন রওনা হয়। সকাল দশটার দিকে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারে আসা মাত্রই হালুয়াঘাট থেকে ধোবাউড়াগামী ছেড়ে আসা একটি
রডবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকসহ মোটরসাইকেল
পাশের খাদে পড়ে যায়। এতে জাহিদ হাসান রাসেল ঘটনাস্থলেই নিহত হয়। তবে শহিদুল কায়সার রনিকে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেও মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ