ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘবের ইউনিয়নে ২৬/০২/২১ ইংশুক্রবার সকাল ১০ঘটিকায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধোবাউড়া থানা পুলিশ ট্রাকের চালক ও হেলপার আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় ধোবাউড়াগামী রডবাহী ট্রাকের সাথে হালুয়াঘাট মুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় খরিয়া গ্রামের জাহিদ হাসান (রাসেল) (৩২)
গুরুতর অবস্থায় উদ্ধার করে বাঘবেড় গ্রামের শহীদুল কায়সার (রনি) (৩৪) কে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় জুয়েল মিয়া নামে ভ্যাকু ড্রাইভারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















