টাঙ্গাইলের মধুপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি মধুপুর থানার এসআই হুমায়ন ফরিদ নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার আঙ্গিনাপাড়া এলাকার রবি সওদাগরের ছেলে ইউসুফ আলী সওদাগর (১৮)। নিহত ওই এলাকার হর্কারের ব্যবসায়ী ছিলেন।
এ ব্যাপারে মধুপুর থানার এসআই হুমায়ন ফরিদ বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি একটি বাস মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছলে ধনবাড়ীগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেলের একজন নিহত এবং ২ জন গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে রেফার্ড করে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















