আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি নির্ভরযোগ্য ও স্বনামধন্য প্রতিষ্ঠান আস্হা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মিরপুর শাখার শুভ উদ্ভোধন ও বীমা দাবী পরিশোধ করা হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরস্হ ১৫৪, সেনপাড়ায় এক অনারম্ভর আয়োজনের মধ্য দিয়ে ব্রাঞ্চটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন এডব্লিওটির ব্যবস্হাপনা পরিচালক; সেনাসদর কল্যাণ ও পুনবার্সন পরিদপ্তরের পরিচালক এবং কোম্পানিটির বোর্ড অব ডিরেক্টরসের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মনসুর মোঃ আশরাফ খান। এসময় প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মনিরুল গণি, ডিডিজি কর্ণেল সালাহউদ্দিন খালেদ সহ অন্নান্য উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠান আস্থা লাহফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালের ২৩ শে জুন তাদের কার্যক্রম আরম্ভ করে। কোম্পানীটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমাখাতে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানে একটি বীমাদাবীর চেক ও পরিশোধ করা হয় । ঢাকায় কোম্পানীর এটি দ্বিতীয় শাখা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























