ফেনীর দাগনভূঞায় মামাতো বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় এক কিশোরীর ফুফাতো ভাই আজমাইন ফাইক পাটোয়ারী (১৮) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় আসিফ (১৮), আসিম (২০) ও তারেক (১৯) সহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে যায়, দীর্ঘদিন থেকে স্থানীয় বখাটে আসিম প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছিলো।
এ অবস্থায় আজমাইন ফাইক পাটোয়ারী পরিবারকে বিষয়টি জানিয়ে তার মামাতো বোনকে উত্যক্ত করতে নিষেধ করেন।
বিষয়টি তার পরিবারকে জানালে আসিম ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে গত ৬ মার্চ বিকেলে দাগনভূঞা জিরো পয়েন্টে আজমাইন ফাইক পাটোয়ারীর উপর হামলা চালায়। বখাটেরা আজমাইন পাটোয়ারীকে এলোপাথাড়ি কিল ঘুশি মারতে থাকে এবং বখাটে তারেক চাপাতি দিয়ে কোপাতে থাকে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান , এ ঘটনায় অভিযোগ পেয়েছি, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


























