কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৬’শ পিস ইয়াবাসহ মোঃ সোহাগ (৩১) ও মোঃ আবু নাঈম (২৭) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিল ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিলব্রিজ এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রি হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কায়েস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিলব্রিজ এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রাজাপুর এলাকার বিরাজ উদ্দিনের পুত্র মোঃ সোহাগ ও একই এলাকার আবু নাঈমকে আটক করে। তাদের তল্লাশি করলে দুই জনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, আটক দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















